চীনে শুরু হয়েছে কাজে ফেরার পালা, বাড়ছে যাত্রী চাপ
2023-01-27 17:29:53

 

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন চলছে রেল, বিমান ও বাসযাত্রীদের চলাচল। বসন্ত উৎসবের ছুটি শেষ হলো শুক্রবার। ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য এখন চাপ পড়েছে পরিবহন ব্যবস্থার উপর।

বেইজিংয়ের দুটি প্রধান রেল টার্মিনাল দিয়ে শনিবার নাগাদ প্রায় ৩ লাখ যাত্রী যাতায়াত করবে বলে ধারনা করছে বেইজিং প্রধান রেলওয়ে স্টেশন এলাকার প্রশাসন। তাদের মতে, বেইজিং পশ্চিম রেলওয়ে স্টেশন হয়ে ১ লাখ ৫৬ হাজার এবং বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করবে ১ লাখ ৪২ হাজার যাত্রী।

বসন্ত উৎসবে সাধারণত লক্ষ লক্ষ মানুষ পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য তাদের নিজের শহরে ফিরে যায়। বার্ষিক এই ভ্রমণকে বলা হয় ‘ছুনইয়ুন’। ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময়ও একইরকম যাত্রীচাপ তৈরি হয়।

চীনাদের কর্মস্থলে ফেরার এই ভ্রমণচাপ সামলাতে বিশেষ ট্রেন, বাড়তি ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট, মেট্রোরেলের সময়সীমা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, বসন্ত উৎসবের ভ্রমণের চাপ ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই চাপ চলবে। এই সময়ের মধ্যে প্রায় ২.১ বিলিয়ন যাত্রী চলাচল করবে বলে মনে করা হচ্ছে।

শান্তা/সাজিদ