বিড়ালের প্রতি কেন আগ্রহ বাড়ছে চীনাদের ?
2023-01-27 17:26:10

সিএমজি বাংলা ডেস্ক, জানুয়ারি ২৭: করোনা মহামারী শুরু হওয়ার পর চীনের অনেক নাগরিক  বাড়িতে থেকেই অফিসের কাজ করছেন। একটি নিদিষ্ট জায়গায় দীর্ঘদিন ধরে থাকার কারণে অনেকেই একাকী বোধ করেন এবং সময় কাটানোর জন্য ভালো কিছুর অপেক্ষায় থাকেন তারা।

তেমনই একজন নারী কুও ইউ। ত্রিশ বছর বয়সী এই কর্মজীবী নারী কোভিড ১৯ মহামারীর সময়ে বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই থাকছেন। কাজ করছেন ঘরে থেকেই। ভালো ব্যাপার হলো তিনি সম্প্রতি তার বাড়িতে এনেছেন একটি আদুরে বিড়াল। লোমশ এই প্রাণীটিই এখন তার সঙ্গী। তিনি জানিয়েছেন, এই বিড়ালটি বাড়িতে আনার পর বিরক্তিকর সময়গুলো কেটে গেছে । তার সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে তার। কুওর মতো, অনেক চীনার বাড়িতেই পোষা প্রাণী রয়েছে।

জার্মান কোম্পানির একটি পরিসংখ্যান বলছে, গেল ২০২১ সালে চীনে বিড়াল এবং কুকুরের সংখ্যা ১১২ দশমিক ৪ মিলিয়ন ছাড়িয়েছে।

পোষা প্রাণীর মালিকানা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের পেট ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে পোষা প্রাণীর ব্যবহার  ৭২ বিলিয়ন থেকে ৩৯৬ বিলিয়ন হয়েছে।

এইচআরএস/ শান্তা