বসন্ত উৎসবে ইনার মঙ্গোলিয়ায় নানা আয়োজন
2023-01-27 19:33:40

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: স্থানীয় সংস্কৃতি অনুসরণ করে বসন্ত উৎসব উদযাপন করেছে ইনার মঙ্গোলিয়ার সাধারণ মানুষ। ঘোড়দৌড় ও বরফের উপর নানা রকম খেলার আয়োজনসহ নানাভাবে উৎসব উদযাপন করা হয়।

এখানকার হুলুন বুইর শহরে ছিলো বসন্ত উৎসবের সেরা আয়োজন। ঘোড়দৌড় প্রতিযোগিতা, তীর-ধনুক প্রতিযোগিতা, মল্লযুদ্ধ ও নানা রকম খেলার আয়োজন ছিলো বসন্ত উৎসবে। পাশাপাশি বরফের উপর খেলা হয় এমন নানা রকম ক্রীড়ার আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার সাধারণ মানুষ।

উৎসব আনন্দকে আরো বাড়িয়ে দেয় এখানকার স্থানীয় সংস্কৃতির প্রদর্শন। ইনার মঙ্গোলিয়ার সিলিনহট শহরে স্থানীয় ঘোড়ার চালকদের নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তরুণরা। এসব আয়োজনের মাধ্যমে খরগোশ বর্ষকে স্বাগত জানায় তারা। বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা মঙ্গোল সংস্কৃতির নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। 

সাজিদ/ শান্তা