'কম্বোডিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান চীনের'
2023-01-26 15:50:36

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: কম্বোডিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। বুধবার কম্বোডিয়ার অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ভংশে ভিশথ এই মন্তব্য করেন।

একটি অর্থনৈতিক ফোরামে সচিব বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস হচ্ছে চীন। বিদেশি বিনিয়োগের ৪২ শতাংশই বিনিয়োগ করেছে এই দেশটি।

তিনি আরও বলেন, "চীন কম্বোডিয়ার শিল্প, কৃষি, পর্যটন, নির্মাণ ও রিয়েল এস্টেট এবং পরিবহন অবকাঠামোতে বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এছাড়া কম্বোডিয়ার একটি প্রধান বাণিজ্য অংশীদার এবং কম্বোডিয়ান পণ্যের সম্ভাব্য বাজারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে চীন।

সচিব আরও উল্লেখ করেন, চলতি মাসের শুরুতে চীন কোভিড-১৯ ব্যবস্থাপনাকে নিখুঁত করেছে। এই পদক্ষেপ কম্বোডিয়াসহ সারা বিশ্বের পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে।

চীনের অর্থায়নে পরিচালিত মেগা-প্রকল্প যেমন রাস্তা, সেতু, বিমানবন্দর, জলবিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, জাতীয় স্টেডিয়াম, এক্সপ্রেসওয়ে কম্বোডিয়াবাসীকে অনেক সুবিধা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মিম/সাজিদ

তথ্য ও ছবি- সিনহুয়া