চীনের জিডিপি ২০২২ সালে রেকর্ড বেড়ে ১২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
2023-01-17 19:07:27

জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড মহামারী নতুন সংক্রমণ এবং একটি জটিল বাহ্যিক পরিবেশের চাপ সত্ত্বেও ২০২২ সালে চীনের অর্থনীতি স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো-এনবিএস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০২২ সালে চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বছরে ৩ শতাংশ বেড়ে রেকর্ড ১২১.০২০৭ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ১৭.৯৫ ট্রিলিয়ন ডলার) পৌঁছেছে।

এ বিষয়ে আয়োজিত সম্মেলনে এনবিএসের প্রধান কাং ই বলেছেন, নিম্নমুখী চাপ সত্ত্বেও জাতীয় অর্থনীতি প্রসারিত হয়েছে, অর্থনৈতিক অর্জন একটি নতুন স্তরে পৌঁছেছে, কর্মসংস্থান এবং দাম সাধারণত স্থিতিশীল ছিল, মানুষের জীবন ক্রমাগত উন্নত হয়েছে, উচ্চ-মানের উন্নয়নে নতুন অর্জনগুলি সুরক্ষিত হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছিল স্থিতিশীল এবং জোরালো।  

চীন অর্থনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং এ বছর স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান এনবিএস প্রধান।

হাশিম/সাজিদ