চীন-দক্ষিণ কোরিয়া সংসদীয় জোট গঠনের সম্মেলনকে অভিনন্দন জানালেন লি চান শু
2022-12-02 17:43:52

ডিসেম্বর ২: আজ (শুক্রবার) চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু চীন-দক্ষিণ কোরিয়া সংসদীয় জোট গঠনের সম্মেলনে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

অভিনন্দনবার্তায় তিনি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, অবিচ্ছেদ্য সহযোগী এবং অংশীদার। চলতি বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। বিগত ৩০ বছরে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক এবং দ্রুত উন্নয়ন অর্জিত হয়েছে, যা দুই দেশ এবং দু’দেশের জনগণের জন্য ব্যাপক কল্যাণ সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

এমন ঐতিহাসিক যুগ-সন্ধিক্ষণে চীন-দক্ষিণ কোরিয়া সংসদীয় জোটের প্রতিষ্ঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কিছু দিন আগে দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-২০ গোষ্ঠীর শীর্ষসম্মেলন চলাকালে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের পরবর্তী উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে।

 

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নে আরও নতুন ফলাফল অর্জন করতে ইচ্ছুক চীন।

লিলি/এনাম/রুবি