মার্কিন ‘নিয়ম’ আসলে নিজের স্বার্থ রক্ষার অজুহাত: চীন
2022-12-02 19:46:27

ডিসেম্বর ২: যুক্তরাষ্ট্রের কথিত ‘নিয়ম’ আসলে নিজের স্বার্থ এবং আধিপত্য রক্ষার অজুহাত মাত্র। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের তেল চুরি প্রসঙ্গে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এ কথা বলেছেন।

 

জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মার্কিন বাহিনী উত্তর-পূর্ব সিরিয়ায় তেল চুরি করে তাদের সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছে।

 

চাও লি চিয়ান বলেন, সিরিয়ার সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত মার্কিন বাহিনীর চুরি সিরিয়ার শত বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি করেছে।

 

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন কর্মকর্তাও  বলেছেন যে  আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হলেও যুক্তরাষ্ট্র তার ইচ্ছামতো তৎপরতা চালায়। নিয়ম প্রণয়নের মানদণ্ড তাদের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রের এ আচরণের বিষয়ে আন্তর্জাতিক সমাজ সচেতন হবে বলে বিশ্বাস করে চীন।

(রুবি/এনাম/লাবণ্য)