পুতিন-বাইডেন যোগাযোগে বাধা ‘অভিন্ন ভিত্তি’র অভাব
2022-12-02 19:54:50

ডিসেম্বর ২: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত রয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  সম্প্রতি এক মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি আজ (শুক্রবার) বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেছেন যে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করা হলো প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রধান শর্ত। ফলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আলোচনার অভিন্ন ভিত্তি খুঁজে পাওয়া খুব কঠিন।

প্রেস সেক্রেটারি বলেন, রুশ প্রেসিডেন্ট বরাবরই আলোচনা নিয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, যাতে রাশিয়ার স্বার্থ নিশ্চিত করা যায়। বিশেষ সামরিক অভিযানের আগে পুতিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করার চেষ্টা করেছিলেন, তবে তাঁর এই পদক্ষেপে তখন কোনো সাড়া পাওয়া যায়নি।

 

লিলি/এনাম/রুবি