বেইজিংয়ে ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2022-12-02 11:27:35

ডিসেম্বর ২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, গতকাল (বৃহস্পতিবার) বিকালে, বেইজিংয়ের গণ-মহাভবনে, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় মিশেল আবারও চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, ‘আমরা চিয়াং জেমিনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক প্রকাশের জন্য আমরা ইউরোপকেও ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী লি আরও বলেন, চীন ও ইউরোপ বিশ্বের শান্তি রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ শক্তি। চীন ইউরোপের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান দ্বন্দ্ব ও মতভেদ দূর করতে চায়।

তিনি বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বিশ্বের শিল্পচেইন ও সরবরাহচেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং চীন-ইউরোপ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতেও চায় বেইজিং।

এ সময় মিশেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘এক চীননীতি’-তে অবিচল আছে। নতুন দফায় চীনের সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দ পর্যায়ের বৈঠকে আগ্রহী ইইউ।

বৈঠকে তাঁরা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করেন। (প্রেমা/আলিম/রুবি)