চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বাস্তবায়নে শরিক হতে পারবে ইইউ: সি চিন পিং
2022-12-01 16:50:36

ডিসেম্বর ১: আজ (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে চীন সফররত ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

বৈঠকে সি চিন পিং বলেন, চীনের উন্নয়ন হচ্ছে বিশ্ব শান্তির পক্ষের শক্তির প্রবৃদ্ধি এবং চীন কখনোই আধিপত্য বিস্তার করবে না। এটি চীনের কমিউনিস্ট পার্টির পাশাপাশি ১৩০ কোটি চীনা জনগণের প্রতিশ্রুতি ও সংকল্প।

 

তিনি বলেন, নিজের রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসন, নীতি ও উন্নয়নের স্থিতিশীলতার মাধ্যমে আন্তর্জাতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতায় অবদান রাখায় আত্মবিশ্বাসী চীন। চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন ও ইউরোপের একীকরণ হচ্ছে দু’পক্ষের নিজস্ব কল্যাণের সিদ্ধান্ত। তাই দু’পক্ষের উচিৎ পরস্পরকে বোঝা ও সমর্থন দেয়া।

 

তিনি আরও বলেন, চীন আশা করে, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বাস্তবায়নে বেইজিংয়ের অংশীদার হবে ইইউ। পাশাপাশি, একত্রে চীনের বিশাল বাজার, উন্মুক্তকরণ নীতি ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের সুযোগ উপভোগ করবে দুই পক্ষ। (শিশির/এনাম/রুবি)