অক্টোবরে পণ্য ও সেবায় চীনের আন্তর্জাতিক বাণিজ্য ৫ শতাংশ বেড়েছে
2022-11-26 17:03:59

নভেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক :  গেল মাসে পণ্য ও পরিষেবা খাতগুলোতে চীনের আন্তর্জাতিক বাণিজ্যের আমদানি ও রপ্তানি ৩ দশমিক ৮৫ ট্রিলিয়ন ইউয়ান বা ৫৩৯ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।  শুক্রবার দেশটির ফরেন এক্সচেঞ্জ প্রাদেশিক প্রশাসন এই তথ্য জানায়।

 

অক্টোবরে, পণ্যের রপ্তানি দাঁড়ায় ১ দশমিক ৯২ ট্রিলিয়ন ইউয়ানে এবং আমদানি ছিল ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ইউয়ান, যার ফলে ৪০৮ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান উদ্বৃত্ত হয়েছে। এদিকে, গত মাসে পরিষেবা রপ্তানিতে বাণিজ্য ঘাটতি হয়েছে ৫৬ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। 

সরকারী তথ্য অনুসারে, পরিবহন পরিষেবাখাতে বাণিজ্যের পরিমাণে ১৫৯ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান অর্জন করেছে, যা প্রধান সেবাখাতগুলোর মধ্যে সবচেয়ে বড়।

এ ছাড়া অন্যান্য ব্যবসায়িক পরিষেবা খাতের ক্ষেত্রে, ভ্রমণ পরিষেবার পাশাপাশি টেলিযোগাযোগ, কম্পিউটার এবং তথ্য পরিষেবাগুলো রপ্তানি ও আমদানিতে  যথাক্রমে  ৭৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান, ৬৫ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান এবং ৪৭ দশমিক ২ বিলিয়ন ইউয়ান নিবন্ধিত হয়েছে।

 

ঐশী/হাশিম

তথ্য ও ছবি :সিজিটিএন