বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা আরও উন্নত করলো ইরান
2022-11-07 11:17:34

নভেম্বর ৭: বাওয়াল-৩৭৩ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা আরও উন্নত করার দাবি করেছে ইরান। এ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রের পাল্লা ও রাডার সনাক্তকরণ পরিসীমা বাড়ানো হয়েছে। গতকাল (রোববার) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, উন্নয়নের পর এখ বাওয়াল-৩৭৩ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা থেকে একসঙ্গে ৬টি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানো যাবে। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, জঙ্গি বিমান ও বোমারু বিমানকে বাধা দিতে সক্ষম। এ ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার এবং রাডার সনাক্তকরণ পরিসীমার আওতা ৪৫০ কিলোমিটার। (সুবর্ণা/আলিম/মুক্তা)