চুং সিং-১৯ উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
2022-11-06 15:18:20

নভেম্বর ৬: গতকাল (শনিবার) বিকেল ৭টা ৫০ মিনিটে চীনের সি ছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৩-পি  পরিবাহী রকেটের মাধ্যমে চুং সিং-১৯ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে।

 

উপগ্রহটি ট্রান্স-প্যাসিফিক গুরুত্বপূর্ণ রুট, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় জলসীমা এবং উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলসহ  নানা জায়গার টেলিযোগাযোগ সেবা প্রদান করবে। (শিশির/এনাম/রুবি)