ইউক্রেনকে ‘হক’ ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
2022-10-26 10:56:20

অক্টোবর ২৬: গতকাল (মঙ্গলবার) জনৈক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে  বিমান বিধ্বংসী ‘হক’ ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

 

‘হক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হল "প্যাট্রিয়ট" ব্যবস্থার পূর্বসূরি। বিংশ শতাব্দীর ৫০-এর দশকে আমেরিকান "রেথিয়ন" প্রযুক্তি কোম্পানি এ সিস্টেম তৈরি করে এবং ৬০-এর দশকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছিল। আর ৮০-এর দশকের পর ধীরে ধীরে তার বদলে "প্যাট্রিয়ট" ব্যবহার শুরু হয়েছিল।

 

রুশ-ইউক্রেন সংঘর্ষ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে আসছে।  এ বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনকে মোট ১৭৬০ কোটি ডলার মূল্যে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান সম্প্রতি বলেছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চরম চাপ প্রয়োগ ও একটি পক্ষের হাতে ছুরি তুলে দেয়ার ভুল আচরণ নিয়ে চিন্তা করতে হবে। যুক্তরাষ্ট্রের উচিৎ দায়িত্ব বহন করে সংকট সমাধান এবং সংশ্লিষ্ট পক্ষের শান্তি আলোচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করা।(শিশির/এনাম/রুবি)