বৈশ্বিক বাণিজ্যের উদারীকরণ ও সুবিধার জন্য কাজ করে চীন: চীনা মুখপাত্র
2022-10-14 16:33:53


অক্টোবর ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিশ্ব বাণিজ্যের উদারীকরণ ও সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে চীন। বৈশ্বিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষায় চীন ভূমিকা রাখছে।


মার্কিন অর্থমন্ত্রী বুধবার বলেছেন, ‘চীন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি যুক্তরাষ্ট্র প্রতিরোধ করবে।’ জবাবে চীনা মুখপাত্র বলেন, বাণিজ্য নিয়ে রাজনীতি এবং একে অস্ত্র বানানোর বিরোধিতা করে চীন।   


তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের উদারীকরণ ও সুবিধার জন্য কাজ করে চীন। তবে কিছু দেশ একতরফাবাদের চর্চা করে। তাদের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা বাধার মুখে পড়ছে। 


তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষের উচিত একতরফাবাদ ও সংকীর্ণতা ত্যাগ করা, আন্তর্জাতিক সমাজের সঙ্গে শিল্প চেইন ও সরবরাহের চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা, একযোগে বিশ্ব অর্থনীতি নীতিমালা রক্ষা করা এবং একযোগে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা জোরদার করা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)