গত ১০ বছরে চীনের শহর ও জেলার নাগরিকদের আয়ের ব্যবধান অব্যাহতভাবে কমেছে
2022-10-12 11:37:07

অক্টোবর ১২: গতকাল (মঙ্গলবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদন প্রকাশ করে। এতে গত ১০ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়ন প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে চীনে মাথাপিছু আয় ছিল ৩৫ হাজার ১২৮ ইউয়ান। যা ২০১২ সালের চেয়ে ১৮ হাজার ৬১৮ ইউয়ান বেশি। এসময় বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ ৬.৬ শতাংশ হয়। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের আয় ব্যবধানও ব্যাপক কমেছে।

 

প্রতিবেদন থেকে জানা যায়, চীনের দারিদ্র্যবিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবন নীতির কারণে গ্রামাঞ্চলের নাগরিকদের মাথাপিছু আয় প্রবৃদ্ধির হার শহরাঞ্চলের চেয়ে দ্রুত হয়েছে। ২০২১ সালে শহরাঞ্চলের মাথাপিছু আয় হয় ৪৭ হাজার ৪১২ ইউয়ান; যা ২০১২ সালের তুলনায় ৯৬.৫ শতাংশ বেশি। এদিকে, গ্রামাঞ্চলের নাগরিকদের মাথাপিছু আয় ১৮ হাজার ৯৩১ ইউয়ান; যা ২০১২ সালের তুলনায় ১২৫.৭ শতাংশ বেশি।

 

মোদ্দাকথা গত ১০ বছরে চীনের নাগরিকদের আয় দ্রুত বেড়েছে; ভোগের মানও উন্নত হয়েছে। ২০২১ সালে চীনাদের মাথাপিছু বার্ষিক ব্যয় ২৪ হাজার ১০০ ইউয়ানে উন্নীত হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)