আর্থ-বাণিজ্যিক ইস্যু নিয়ে মার্কিন অপরাজনীতি চীনের উন্নয়ন ঠেকাতে পারবে না: চীনা মুখপাত্র
2022-10-09 10:30:51

অক্টোবর ৯: সম্প্রতি চীনে চিপস রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে গতকাল (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, মার্কিনীরা বিজ্ঞান প্রযুক্তি এবং আর্থ-বাণিজ্যিক ইস্যু নিয়ে অপরাজনীতি করছে। তবে, তাদের এ আচরণ চীনের উন্নয়নে বাধা হতে পারবে না, বরং তা তাদের নিজেদের ক্ষতি করবে।

 

চীনা মুখপাত্র মাও বলেন, বিজ্ঞান প্রযুক্তির আধিপত্যবাদ সংরক্ষণে রপ্তানি নিষেধাজ্ঞা ব্যবস্থার অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, তা পুরোপুরি চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিদ্বেষপূর্ণ এবং দমনমূলক। এমন আচরণ ন্যায্য প্রতিযোগিতার নিয়ম এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক বিধি লঙ্ঘন করেছে, সেটি চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ অধিকার এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থও ক্ষতিগ্রস্ত করবে।

 

তিনি বলেন, মার্কিনীদের এহেন আচরণ আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি বিনিময় এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় বাধা দেওয়ার সাথে সাথে বিশ্বের শিল্প চেইন, সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে।(সুবর্ণা/এনাম/রুবি)