চীনা মহাকাশচারী ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের তরুণ-তরুণীদের মধ্যে বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত
2022-10-01 18:57:53


অক্টোবর ১: সম্প্রতি সিএমজি ও চায়না বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘর একযোগে একটি কার্যক্রম আয়োজন করেছে। এতে চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লি ওয়েই বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় করেছেন।  


চীনের সিছুয়ান প্রদেশের এক তরুণের মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইয়াং লি ওয়েই বলেন, মহাকাশে তাদের অনেক ধরনের বর্জ্য হয়। যেমন, নিয়মিত বর্জ্য ও পরীক্ষামূলক বর্জ্য। এ ধরনের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয়। অবশ্যই মহাকাশে স্বেচ্ছায় এসব আবর্জনা ছেড়ে দেওয়া হয় না বলেও জানান তিনি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)