চীন-আর্জেন্টিনা সাংস্কৃতিক বিনিময় ফোরামকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
2022-09-28 22:06:35

সেপ্টেম্বর ২৮: আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ দেশ দুটোর সাংস্কৃতিক বিনিময়ের উচ্চ সাংস্কৃতিক  ফোরামে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। 


অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, চীন ও আর্জেন্টিনা ভালো বন্ধু ও সু-অংশীদার।  চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং চীন-আর্জেন্টিনা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বর্ষ। গত অর্ধেক শতাব্দিতে  দু’দেশের সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তশীল পরিস্থিতি অতিক্রম করেছে। সে সম্পর্ক এবং নবোত্থিত বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার প্রতীকে পরিণত হয়েছে।  


তিনি বলেন, চীন-আর্জেন্টিনা সম্পর্কের সার্বিক ও দ্রুত উন্নয়ন দু’দেশের সম্পর্কের প্রাণচাঞ্চলের স্বরূপ। এ ফোরামে অংশগ্রহণকারীগণ মতৈক্য অর্জন করে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি এবং নতুন যুগে চীন-আর্জেন্টিনা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি এবং মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে আরও ভূমিকা পালন করবে বলে আশা করে চীন। 



অভিনন্দন বার্তায়  প্রেসিডেন্ট  আলবার্তো বলেছেন, আর্জেন্টিনা ও চীন  হাতে হাত রেখে অর্ধেক শতাব্দি পার করেছে। দু’দেশ আরও উচ্চ মানের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে পারবে বলে তিনি আস্থাবান।  


তিনি বলেন, দু’দেশের গণমাধ্যমের কার্যকর সহযোগিতা দু’দেশের জনগণের সমঝোতা বাড়িয়েছে। দুদেশের সহযোগিতা গভীরতর হবে বলে আশা করে আর্জেন্টিনা। 


জানা গেছে, চায়না মিডিয়া গ্রুপ ও আর্জেন্টিনার সরকারি গণমাধ্যম বিষয়ক সচিবের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ ফোরাম আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের প্রতিপাদ্য হচ্ছে গণমাধ্যমের বিনিময় জোরদার করে জনগণের কল্যাণ সৃষ্টি করা। 


(রুবি/এনাম)