করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৪
2022-09-27 18:51:30

ঢাকা, সেপ্টেম্বর ২৭ :   বাংলাদেশের পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানের তৃতীয় দিনে আরও ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে।

গত তিন দিনে মোট ৬৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এখন নিখোঁজ রয়েছেন অন্তত ডজনখানেক মানুষ।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় গণমাধ্যমকে জানান, ৫১ জনের লাশ উদ্ধারের পর সোমবার রাতে অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৬টা থেকে আবার নদীতে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা।

বেলা দেড়টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন বাদে সবার পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।

পঞ্চগড় এবং আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলে ৯ জন ডুবুরি অংশ নিচ্ছেন তল্লাশিতে।

মিম/শান্তা