মানবাধিকার পরিষদের অধিবেশনে পরিবেশ, উন্নয়ন ও মানবাধিকার নিয়ে সভা অনুষ্ঠিত
2022-09-26 19:14:32

সেপ্টেম্বর ২৬:  জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনের ‘২০২২ সালের পরিবেশ, উন্নয়ন ও মানবাধিকার’ শীর্ষক সভা সম্প্রতি অনলাইনে শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। 

 

তাতে ১০ জনেরও বেশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারসহ নানা বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

 

ফু তান বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার গবেষণা কেন্দ্রের উপ-মহাপরিচালক থাং সিয়ান সিং বলেন, গত এক দশকে পরিবেশগত আইনি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় চীন তার নাগরিকদের পরিবেশ অধিকার রক্ষা ও জোরদারকে দেশ ও সরকারের দায়িত্ব  হিসেবে গ্রহণ করেছে, যা দেশের আইন প্রণয়ন ও নীতিগত ব্যবস্থা সংস্কারের জন্য দিকনির্দেশনা প্রদান করেছে।

 

নান চিন বিশ্ববিদ্যালয়ের আইন একাডেমীর অধ্যাপক উ ওয়েই সিং বলেন, গত এক দশকে চীন পরিবেশগত সভ্যতা নির্মাণ জোরদার করেছে এবং পরিবেশগত স্বাস্থ্য ও প্রক্রিয়াগত পরিবেশের অধিকারের ওপর গুরুত্বারোপ বাড়িয়েছে। নাগরিকদের পরিবেশগত মানবাধিকার সুরক্ষা করা হয়েছে।

 

বর্তমানে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে পরিবেশগত মানবাধিকার রক্ষা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে।

 

ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম অম্রিতা সিং মনে করেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বার্থের ভারসাম্য রাখা জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়।

 

রুবি/এনাম