করোনা মহামারি এখনও বিদায় নেয়নি: মার্কিন বিশেষজ্ঞ
2022-09-26 19:10:28

সেপ্টেম্বর ২৬: যুক্তরাষ্ট্রে করোনা মহামারির অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে সম্প্রতি দেশটির বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, করোনা মহামারি যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে আনা যায়নি। এর ওপর থেকে দৃষ্টি সরানো হবে দায়িত্বজ্ঞানহীন।

 

ওয়াশিংটন পোস্টের এক সম্পাদকীয়তে করোনা মহামারি শেষ হয়নি বলে জোর দিয়ে বলা হয়। সম্পাদকীয়টিতে বলা হয়েছে, করোনা মহামারি এখনও ছড়িয়ে পড়ছে। অনেকে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে। পাশাপাশি, করোনার নতুন প্রজাতি অব্যাহতভাবে হাজির হচ্ছে।

 

মার্কিন মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সর্বশেষ এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটিতে গত ৭ দিনে গড়ে ৬০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। এসময় গড় মৃত্যুর হার ৩৫৮ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

(রুবি/এনাম/শিশির)