একচীন নীতি আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতৈক্য: চীন
2022-09-26 17:28:48

সেপ্টেম্বর ২৬: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলাকালে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারের সংশ্লিষ্ট মন্তব্য চীন-সলোমন সম্পর্কের প্রতি ভিত্তিহীন অভিযোগের জোরালো জবাব দিয়েছে।

 

চীনা মুখপাত্র বলেন, সোগাভারের মন্তব্য দু’দেশের স্বাভাবিক বিনিময় ও সহযোগিতা চালানোর বৈধ অধিকার রক্ষা করেছে এবং তাইওয়ান প্রণালীর পরিস্থিতি ও আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে একটি ন্যায়নিষ্ঠ কণ্ঠস্বর প্রকাশ করেছে। এর উচ্ছ্বসিত প্রশংসা করে চীন।

 

তিনি আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলাকালে অনেক দেশ একচীন নীতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এতে আবারও প্রমাণিত হয় যে একচীন নীতি হলো আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতৈক্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি।

লিলি/এনাম/রুবি