প্রথমবার তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলকে শুটিংয়ের আওতায় এনেছে চীনা গণ-মুক্তিফৌজ
2022-08-05 19:05:52

অগাস্ট ৫: ৪ থেকে ৭ অগাস্ট পর্যন্ত চীনের গণ-মুক্তিফৌজ তাইওয়ান দ্বীপের চারপাশের সমুদ্র এবং আকাশসীমায় গুরুত্বপূর্ণ সামরিক মহড়া ও প্রশিক্ষণ অভিযান চালায়। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মেং সিয়াং ছিং বলেছেন, তাইওয়ান প্রণালীতে এই মহড়া হলো বোমাবাহী বিমানের প্রথম প্রতিরোধমূলক মহড়া এবং যা সমুদ্রে পারমাণবিক সাবমেরিন অংশগ্রহণের অবস্থায় একটি ত্রিমাত্রিক যুদ্ধ-ব্যবস্থা তৈরি করেছে। প্রথমবার তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলকে শুটিংয়ের আওতায় আনা হয়েছে। পেলোসি’র জন্য পাহারা দেওয়া মার্কিন ‘রিগান’ বিমানকে শতাধিক কিলোমিটার দূরে তাড়িয়ে দিয়েছে চীনা গণ-মুক্তিফৌজ।

লিলি/তৌহিদ/জিনিয়া