সারা বিশ্বে নজরদারি করছে যুক্তরাষ্ট্র: সিনহুয়া
2022-08-02 20:05:53

অগাস্ট ২: দীর্ঘদিন ধরে মার্কিন সরকার এবং তার সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নিজস্ব প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে বিশ্বজুড়ে বৃহৎ আকারে ও নির্বিচারে নজরদারি চালিয়ে আসছে। তারা ক্ষেত্র বিশেষ গোপন তথ্য চুরি করে থাকে। নিজেদের নাগরিক বা বিদেশী সরকার, উদ্যোগ এবং ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, এটি আন্তর্জাতিক আইন এবং সম্পর্কের মৌলিক নিয়মগুলোর গুরুতর লঙ্ঘন। বাস্তবতা বারবার প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র একটি নজরদারি সাম্রাজ্য, যা বিশ্বের জন্য ক্ষতিকর। বার্তা সংস্থা সিনহুয়ার এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়।

 

মার্কিন সরকার দীর্ঘকাল ধরে ‘জাতীয় স্বার্থের’ নামে আধিপত্য বিস্তার করে চলেছে, ব্যাপকভাবে গোপন কথাবার্তা চালাচ্ছে এবং অন্যান্য দেশ, এমনকি মিত্রদের নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে বারবার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নজরদারি কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে স্নোডেনের উদ্যোগে প্রকাশিত গোপনীয় নথি অনুসারে, মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো ৩৫ জন বিদেশী নেতার ফোন কল পর্যবেক্ষণ করে এবং সারা বিশ্বে মোবাইল ফোনের কার্যকলাপের তথ্য ট্র্যাক এবং চুরি করার জন্য প্রযুক্তিগত উপায় ব্যবহার করে। এভাবে তারা প্রতিদিন ৫ বিলিয়ন রেকর্ড সংগ্রহ করে।

 

যুক্তরাষ্ট্র তার আধিপত্য ব্যবহার করে রাজনীতি, অর্থনীতি, সামরিক এবং প্রযুক্তির ক্ষেত্রে আকাশকে ঢেকে রাখা, বিশ্বকে নিয়ন্ত্রণ করা এবং বৈশ্বিক মুনাফা অর্জনের জন্য নজরদারি পদ্ধতির অপব্যবহার করে আসছে।

 

লিলি/এনাম/আনন্দী