সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা আদায় স্থগিত
2022-07-31 18:54:37

ঢাকা, জুলাই ৩১: বাংলাদেশে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমকে করা দুই লাখ টাকা জরিমানা আদায় স্থগিত করেছেন হাইকোর্ট।

সহজের পক্ষে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ২০ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২৫ জুলাই রিট করে সহজ ডটকম।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব উল আলম। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী তানজিব উল আলম গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট জরিমানা আদায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ফলে, সহজকে দুই লাখ টাকা দিতে হচ্ছে না বলে জানান তিনি।

 

মিম/ শান্তা