বাংলাদেশে ট্রেনের ধাক্কায় ১১ মাইক্রোবাসযাত্রী নিহত
2022-07-29 19:45:12

ঢাকা, জুলাই ২৯: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রামের মীরসরাইয়ে একটি ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী নামের ট্রেনটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন। তিনি বলেন, মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ছিলেন। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় এ ঘটনা ঘটে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যাওয়া মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। তিনি জানান, লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে উঠে গিয়েছিলো। ফলে এ দুর্ঘটনা ঘটে।

সাজিদ/ রহমান 

ছবি: প্রথম আলো