‘সিনচিয়াং-সংক্রান্ত প্রতিবেদন’ পুরোপুরি যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের মিথ্যাচারে ভরপুর: চীনা মুখপাত্র
2022-07-28 19:30:58

জুলাই ২৮:  চীনের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সিনচিয়াং-সংক্রান্ত সব গুজব ও মিথ্যাচার বাস্তবতার সামনে খণ্ডিত হবে। কিছু কিছু দেশ সিনচিয়াং নিয়ে চীনকে অপমান করছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই।

 

জানা গেছে, সম্প্রতি হাজারেরও বেশি বিদেশি বেসরকারি সংস্থা জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কাছে যৌথ এক বার্তায় কমিশনের প্রকাশিত সিনচিয়াং-সংক্রান্ত প্রতিবেদনের বিরোধিতা জানিয়েছে।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, কিছু পশ্চিমা দেশ প্রথমে হাই কমিশনারের চীন সফরে উস্কানি দেয়। তবে হাই কমিশনার চীন সফরের সিদ্ধান্ত নেওয়ার পর তারা অনেক শর্ত উত্থাপন করে এবং সফরে কোনো বাধা না থাকার দাবি করে। হাই কমিশনার চীন সফর শুরু করলে তারা আবার সফর বাতিলের অনুরোধ জানায়। হাই কমিশনারের চীন সফরের সময় তারা হাই কমিশনারকে তাদের নির্ধারিত নিয়মে কাজ করার দাবি করে।  হাই কমিশনার চীন সফরের পরে সিনচিয়াং নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন; তাও অস্বীকার করে তারা। আবার তারা হাই কমিশনার কার্যালয়কে মিথ্যাচার ভরা কথিত সিনচিয়াং সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করতে বাধ্য করেছে। তাদের রাজনৈতিক লক্ষ্য পরিষ্কার দেখা যাচ্ছে। (রুবি/এনাম/শিশির)