সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: সিইসি
2022-07-25 19:20:16

ঢাকা, জুলাই ২৪:  সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে বাংলাদেশের নির্বাচন কমিশন। সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার চলমান সংলাপের সপ্তম দিনে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনকালীন যেই সরকারই থাকুক না কেন তাদের ওপর প্রভাব বিস্তার করবে কমিশন। সেই সময় সরকার যদি সহযোগিতা না করে তবে ভোট প্রশ্নবিদ্ধ হবে।হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে ইসির হাতে।

সংলাপে মুসলিম লীগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার প্রস্তাব দেওয়া হয়। দলটির পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিরোধিতা করা হয়।


অভি/শান্তা