হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
2022-07-24 17:25:18


ঢাকা, জুলাই ২৪: বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলো।


হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক গণমাধ্যমকে বলেন, নয় মাস বন্ধের পরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। শনিবার বিকেলে চাল বোঝাই তিনটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 


তিনি জানান, মন্ত্রণালয়ের আমদানির অনুমতিপত্র  না থাকায় গেল বছরের ৩১ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার চাল আমদানি বন্ধ ছিল। এরপর থেকে দেশে চালের দাম বেশি হওয়ায় আবারও সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। 


সোহরাব হোসেন বলেন, চাল আমদানি অব্যাহত থাকবে এবং তা দ্রুত খালাস করে দেশের বাজারে ছাড়তে বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা নিয়েছে।


অভি/শান্তা