বাংলাদেশে বেসরকারিভাবে চাল আমদানি শুরু: খাদ্যমন্ত্রী
2022-07-23 18:45:42

ঢাকা, জুলাই ২৩: বাংলাদেশে বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার দুপুরে চট্টগ্রামের হালিশহরে সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলনে, গ্রাহক যে ধরনের পছন্দ করেন ব্যবসায়ীরা সে ধরনেরই চাল আমদানি করবেন। তবে বিদেশ থেকে মানহীন চাল দেশে আনতে দেয়া হবে না।

সরকারি খাদ্য গুদামে চুক্তি করেও যারা চাল সরবরাহ করেনি, তাদের কমপক্ষে এক বছর শাস্তি পেতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারপর তাদের সঙ্গে সরকার আবার চুক্তি করবে। এর পরও যদি তারা সরকারি গুদামে চাল না দেয়, তাহলে ধান-চালের ব্যবসা তাদের জন্য কঠিন হয়ে যাবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছে খাদ্য মন্ত্রণালয়। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাশিম/শান্তা