সদস্যদেশগুলোকে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর প্রস্তাব দিলো ইইউ
2022-07-21 18:40:04


জুলাই ২১: ইউরোপীয় কমিশন গতকাল (বুধবার) সদস্যদেশগুলোকে, চলমান ঘাটতি মোকাবিলায়, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবে বলা হয়, ২০২২ সালের পয়লা আগস্ট থেকে ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত সদস্যদেশগুলোকে স্বেচ্ছায় পূর্ববর্তী পাঁচ বছরের গড় ব্যবহারের তুলনায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে হবে।

প্রস্তাব অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোকে অবশ্যই জরুরি পরিকল্পনা আপডেট করতে হবে, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানোর জন্য ব্যবস্থা প্রণয়ন করতে হবে, পদক্ষেপের বাস্তবায়ন  পর্যবেক্ষণ করতে হবে, এবং প্রতি দুই মাসে ইউরোপীয় কমিশনকে একবার রিপোর্ট করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং )