বেইজিংয়ে ষষ্ঠ জাতীয় তিব্বতবিদ্যা কর্ম সমন্বয় সম্মেলন শুরু
2022-07-20 19:35:23

জুলাই ২০: আজ (বুধবার) চীন তিব্বতবিদ্যা গবেষণাকেন্দ্রের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ জাতীয় তিব্বতবিদ্যা কর্ম সমন্বয় সম্মেলন বেইজিংয়ে শুরু হয়। দুই দিনব্যাপী সম্মেলনে, অনলাইন ও অফলাইন পদ্ধতিতে, সারাদেশের ৮০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট বিভাগের ১২০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত অংশগ্রহণ করছেন।

সম্মেলনের অংশ হিসেবে এক প্রেস ব্রিফিংয়ে  জাতীয় তিব্বতি পরিভাষা স্ট্যান্ডার্ডাইজেশন ওয়ার্কিং কমিটি ১৯৪৫টি বিশেষ্য এবং ২৫৫টি ছোট বাক্যসহ মোট ২২০০টি নতুন তিব্বতি পরিভাষা প্রকাশ করা হয়।

সম্মেলনে তরুণ তিব্বতি পণ্ডিতদের প্রশিক্ষণের বিষয়ে চীন তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্রের যুব তিব্বতবিদ্যা সমিতির প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

(ইয়াং/আলিম/হাইমান)