বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সংস্কৃতি ঐতিহ্য সম্মেলন চ্যচিয়াং প্রদেশে উদ্বোধন করা হয়েছে
2022-07-19 15:01:53

জুলাই ১৯: বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সংস্কৃতি ঐতিহ্য সম্মেলন গতকাল (সোমবার) চীনের চ্যচিয়াং প্রদেশের ছিংথিয়েন জেলায় উদ্বোধন করা হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুনহুয়া এতে উপস্থিত ছিলেন এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা পড়ে শোনান। সম্মেলন ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের কৃষি খাতের কর্মকর্তা এবং চীনে দেশগুলির রাষ্ট্রদূত, প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থা ও একাডেমিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবারের সম্মেলনটি গত ২০ বছরের মধ্যে আয়োজিত সবচেয়ে বড় আকারের সম্মেলন।

সম্মেলনটি অনলাইন ও অফলাইনে একসাথে অনুষ্ঠিত হচ্ছে। চীনের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনের লক্ষ্য হলো একটি বহু-পাক্ষিক সহযোগিতামূলক বিনিময় প্ল্যাটফর্ম সৃষ্টি করা, যৌথভাবে কৃষি সভ্যতা এগিয়ে নেওয়া ইত্যাদি।

বিভিন্ন দেশের কৃষি খাতের কর্মকর্তারা ভিডিওয়ের মাধ্যমে সম্মেলনে ভাষণ দিয়েছেন।

তা ছাড়া বিদেশি অতিথিরা ছিংথিয়েন জেলার ফাংসান গ্রামে একটি প্রাকৃতিক সুরক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)