ব্যাংক খাত থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার
2022-07-18 19:31:07


 

ঢাকা, জুলাই ১৮: ২০২১-২২ অর্থবছরে ব্যাংক খাত থে‌কে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ সরকার। যা এর আগের অর্থবছরের তুলনায় তিন গুনেরও বেশি। বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ ও সঞ্চয়পত্রে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক সেক্টর থেকে এই আগ্রাসী ঋণ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরের শুরু থেকে সরকারের ব্যাংক ঋণ শ্লথ গতির ছিল, অর্থবছরের শেষ সময়ে অর্থাৎ জুন মাসে ব্যাংক ঋণ অনেক বেড়েছে। কারণ সরকারের রাজস্ব আহরণ ও সঞ্চয়পত্র বিনিয়োগ কম এসেছে। যার কারণে বার্ষিক উন্নয়ন প্রকল্পের বকেয়া অর্থ পরিশোধের জন্য ব্যাংক ঋণ বাড়ায় সরকার।

 

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মে পর্যন্ত রাজস্ব আদায় করেছে প্রায় ২ লাখ ৫৩ হাজার কোটি টাকা, যা তাদের লক্ষ্যমাত্রার অনেক কম। সরকার ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ বাড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

তানজিদ/শান্তা