বছরের প্রথমার্ধে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ৬.১% বৃদ্ধি
2022-07-16 19:11:30

জুলাই ১৬: চলতি বছরের প্রথম ৬ মাসে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো মোট ১৯.২ ট্রিলিয়ন ইউয়ান আয় করেছে, যার মধ্যে নিট মুনাফা ১ ট্রিলিয়ন ৮৫ বিলিয়ন ৭৫০ মিলিয়ন ইউয়ান। মুনাফা বেড়েছে গত বছরের তুলনায় ৬.১ শতাংশ বেশি। আজ (শনিবার) জাতীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন আয়োজিত সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়।

সেমিনারে বলা হয়, বছরের প্রথমার্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কঠিন অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করতে ৭টি ক্ষেত্রে ২৭টি সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে ৫০ হাজারেরও বেশি ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান উপকৃত হয়। (ইয়াং/আলিম/ছাই)