পশ্চিমাদের আধিপত্যবাদী আচরণ পরিবেশ সংরক্ষণ সমস্যার জন্য প্রধানত দায়ী: ইরানি প্রেসিডেন্ট
2022-07-13 13:51:03

জুলাই ১৩: গতকাল (মঙ্গলবার) ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসী বলেছেন, পশ্চিমা দেশগুলোর আধিপত্যবাদী আচরণ বর্তমান পরিবেশ সংরক্ষণের ব্যাপারে নেতিবাচক ভূমিকা পালন করেছে; পরিবেশ সংরক্ষণে তাদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে।

 

এদিন তেহরানে আঞ্চলিক পরিবেশ ইস্যুতে মন্ত্রী পর্যায়ের অধিবেশনে তিনি বলেন, গত কয়েক শতাব্দীতে ইচ্ছাকৃতভাবে পরিবেশ সম্পদ দখল ও অপব্যবহার করেছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে তাদের উপনিবেশ এলাকায়। অর্থনীতির উন্নয়নে বিশ্বের বিভিন্ন এলাকায় দূষণ সৃষ্টি করেছে তারা, তাই পরিবেশ সংরক্ষণে তাদের দায়িত্বও বেশি।

 

তিনি আরো বলেন, বর্তমানে পরিবেশ সংরক্ষণ সবার জন্য অতি গুরুত্বপূর্ণ ও প্রধান ব্যাপার।পশ্চিম এশিয়া বালিঝড় ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সমাজ ও সংশ্লিষ্ট দেশের প্রচেষ্টা প্রয়োজন। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে যৌথভাবে ভূমিকা পালনকে স্বাগত জানায় তেহরান।(সুবর্ণা/এনাম/রুবি)