বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন ঢাকার দুই মেয়র
2022-07-10 19:09:22

ঢাকা, জুলাই ১০: কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসাীর সহযোগিতা চেয়েছেন রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার জাতীয় ইদগাহ ময়দানে ইদুল আজহার নামাজ আদায় শেষে নগরবাসীর প্রতি এই আহ্বান জানান তারা।

আতিকুল ইসলাম বলেন, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যে কোনো সমস্যায় কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার কথাও জানান তিনি। ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ওই দুই মেয়র।

তানজিদ/হাশিম