‘৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন জাতীয় ঈদগাহে’
2022-07-09 18:08:21

ঢাকা, জুলাই ০৯: ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

শনিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগে জাতীয় ঈদগাহতে এক লাখের মতো মুসল্লি অংশ নিতে পারতেন, কিন্তু এবার ৩৫ হাজার কেন- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, যেহেতু করোনা মহামারি আবারও ঊর্ধ্বমুখী সে ক্ষেত্রে সবাই স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হবেন। সে হিসেবে সক্ষমতা অনুযায়ী ৩৫ হাজার মুসল্লিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃষ্টি হলে কী প্রস্তুতি রয়েছে- এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অভি/ সাজিদ