কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে
2022-07-07 18:41:06

ঢাকা, জুলাই ০৭: ঈদ যাত্রার তৃতীয় দিনে অনেকটা ভোগান্তিহীনভাবে ট্রেনেযাত্রা করতে পারছেন মানুষজন। বুধবার কয়েকটা ট্রেনের সিডিউল বিপর্যয় হলেও বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে শিডিউল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে একে ট্রেন ছেড়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরাও বেশ খুশি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট লাইনে যাত্রার অপেক্ষা করছে ট্রেন। আগে থেকে লাইনে অবস্থান করায় যাত্রীরাও নির্দিষ্ট আসনে বসতে পারছেন সহজে। আবার অনেকে প্ল্যাটফর্মে বসে রয়েছেন নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায়। তবে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকলেও কোনো দুঃশ্চিন্তা নেই। শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে বলে তাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। 

ঈদুল আজহা উপলক্ষে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের যাত্রার টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেওয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

অভি/ সাজিদ