ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
2022-07-06 19:13:44


জুলাই ৬: গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘স্বাধীন লুগানস্ক অঞ্চলের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিশন সার্বিকভাবে সম্পন্ন না-হওয়া পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান অব্যাহত রাখবে। 


তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। তাতে ইউক্রেন সংকটকে দীর্ঘায়িত করতে চায় তারা। এ পর্যন্ত পশ্চিমারা ইউক্রেনকে ২৮ হাজার টন সামরিক সামগ্রী সহায়তা দিয়েছে। 


ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদরদপ্তরেরর জেনারেল স্টাফ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রুশ বাহিনী এখন একত্রিত হওয়ার চেষ্টা করছে, যাতে সম্পূর্ণ লুগানস্ক অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারবে। 


এ ছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এদিন তিনি বৃটেনের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন। দুপক্ষ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা করেছে। 

(আকাশ/এনাম/শিশির)