নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
2022-07-06 19:20:08


ঢাকা, জুলাই ০৬: ঢাকা, জুলাই ০৬: বাংলাদেশে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহার বাকি আছে আর মাত্র কয়েকদিন। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে সড়ক পথে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। তবে নৌপথে যাত্রী চাপ থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে বড় কোনো দুর্ভোগে পড়তে হচ্ছে না যাত্রীদের। 

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখী মানুষের পারাপার নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিসি। ঘাট কর্তৃপক্ষ জানায়, বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ২৭টি ফেরি। যাত্রীদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য। থাকবে ভ্রাম্যমাণ আদালত।  

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। সময়মতো ট্রেন ছাড়ায় ঘরমুখো যাত্রীরাও খুশি। ৩৭ টি আন্তনগর ট্রেন এর মাধ্যমে প্রায় ৬০ হাজার মানুষ ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছে। 

ঐশী/সাজিদ