‘বৈশ্বিক কৃষিপণ্য শিল্প আগামী দশকে মৌলিক চ্যালেঞ্জের সম্মুখীন হবে’
2022-06-30 18:05:03


জুন ৩০: অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে  গতকাল (বুধবার) ‘২০২২-২০৩১ কৃষি আউটলুক’ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বৈশ্বিক কৃষিপণ্য শিল্প পরবর্তী দশকে মৌলিক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এসব চ্যালেঞ্জের মধ্যে আছে ক্রমবর্ধমান জনসংখ্যার আহার যোগানো এবং খাদ্য-উত্পাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটানো।

প্রতিবেদনে বলা হয়েছে,  মহামারীপরবর্তী চাহিদা পুনরুদ্ধার, উত্পাদন ও পরিবহন খরচ বৃদ্ধি, ইউক্রেন ও রাশিয়া থেকে কৃষিপণ্য রফতানিতে অনিশ্চয়তার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে,  আগামী দশকে বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা প্রতিবছর ১.৪ শতাংশ করে বৃদ্ধি পাবে, কিন্তু কৃষি-উত্পাদন বাড়বে বছরে ১.১ শতাংশ করে।

এদিকে, এফএও-র মহাপরিচালক বলেছেন,  খাদ্য, সার ও জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি কঠোর আর্থিক অবস্থা আরও বেশি মানুষের জীবনকে কঠিন করে তুলছে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)