প্রথম পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2022-06-25 16:52:30

ঢাকা, জুন ২৫: মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সকাল ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে নামফলক উন্মোচন ও ম্যুরাল উদ্বোধন করেন। পরে তাকে বহনকারী গাড়ি বহর ধীরে ধীরে সেতুর দিকে এগিয়ে যায়।  সেতুর মাঝ বরাবর এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থামিয়ে সেতুতে নামেন। সেখানে সেতুর ওপর দাঁড়িয়ে কিছু সময় কাটান।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার জাতীয় পতাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,  বহন করে পদ্মা সেতুর ওপর দিয়ে ফ্লাইপাস্ট করে। তার পরপর বিমান বাহিনীর জঙ্গি বিমান দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট উপভোগ করেন সেতুতে দাঁড়িয়ে।

পদ্মা সেতুতে প্রায় আধঘন্টা অবস্থান করে প্রধানমন্ত্রী বেলা ১২টা ৩৫ মিনিটে সেতুর জাজিরা প্রান্তে পৌঁছান। সেখানে তিনি সেতুর আরেকটি নামফলক ও ম্যুরাল উন্মোচন করেন।

হাশিম/শান্তা