ব্রিক্স দেশের সদস্য বৃদ্ধিতে সমর্থন করে চীন
2022-06-24 19:05:37

জুন ২৪: ব্রিক্স ব্যবস্থায় আরও বেশি সদস্যদের অংশগ্রহণে স্বাগত জানায় চীন। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

তিনি বলেন, ব্রিক্স দেশগুলো হলো নতুন বাজার এবং উন্নয়নশীল দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা ব্যবস্থা। ব্রিক্স দেশগুলোর ব্যবস্থা স্থাপনের ১৬ বছরে সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। যা ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চের এক স্থিতিশীল ও সক্রিয় শক্তি।

মুখপাত্র আরও বলেন, চলতি বছর ব্রিক্সের চেয়ারম্যান দেশ হিসেবে চীন সক্রিয়ভাবে সদস্য বাড়াতে চায়। চীন অব্যাহতভাবে ব্রিক্সের সদস্য দেশের এই বিষয়ে আলোচনা জোরদার করবে, আলোচনার ভিত্তিতে সদস্য বৃদ্ধি এবং মানদণ্ড প্রণয়ন করবে। চীন আশা করে, আরও বেশি দেশ এতে যোগ দিতে পারবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)