ঢাকায় আরও তিন রুটে বাস সার্ভিস শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর
2022-06-21 18:31:20

ঢাকা, জুন ২১: বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন করে আরও তিন রুটে বাস সার্ভিস চালু হচ্ছে। আগামি ১ সেপ্টেম্বর থেকে এই পরিবহন ব্যবস্থা চালু হবে। আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এই তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

ডিএসসিসি মেয়র বলেন, নতুন রুটে চলাচলের জন্য ইতোমধ্যে শতাধিক নতুন বাসের আবেদন জমা পড়েছে। এরমধ্যে ২২ নম্বর রুটে ৫০টি নতুন বাস আবেদন, ২৩ নম্বর রুটে ১০০টি আবেদন পড়েছে। অন্যদিকে ২৬ নম্বর রুটে বিআরটিসির নতুন ৫০টি ডাবল ডেকার বাস পরিচালনা করা হবে। সব মিলিয়ে নতুন এই তিন রুটে সব নতুন বাস দিয়ে কার্যক্রম পরিচালিত হবে বলে জানান মেয়র তাপস। কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

তানজিদ/শান্তা