বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
2022-06-21 16:59:27

ঢাকা, জুন ২১: বাংলাদেশের সিলেট বিভাগের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত খাদ্য ও ওষুধ লাগে সব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। বন্যায় মাছ চাষীরা যেন ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য ব্যবস্থা নেবে সরকার। বন্যায় যারা কাজ করছেন তাদেরও সাবধান ও সতর্ক থাকতে হবে। বন্যার পানিতে যেন ঠান্ডা লেগে কেউ অসুস্থ না হন সেদিকেও  সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষের এই বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচার মানসিকতা থাকতে হবে। দেশের অবকাঠামোগত  উন্নয়নগুলো  প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে করতে হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে মাটি উঁচু করে আর কোনো রাস্তা করা হবে না বরং ‘এলিভেটেড’ রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে সেটা সহজে নষ্ট হয় না, বন্যার মত দুর্যোগে যাতায়াতেরও সুবিধা হয়  বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

মিম/ শান্তা