সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, প্লাবিত উত্তরের আরও ৮ জেলা
2022-06-19 17:20:56

ঢাকা, জুন ১৯: বাংলাদেশে সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বেশ কটি জেলা বন্যা কবলিত হয়েছে। এ সব এলাকায় পানিব্ন্দি হয়ে রয়েছেন লাখ লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় বহুমানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

খাবার ও পানীয় জলের অভাবে মানবেতর অবস্থায় পড়েছেন তারা। কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে আসতে পারছেন না। নৌকা ও জলযান না থাকায় প্রশাসন ত্রাণ সামগ্রী নিয়ে অনেক জায়গায় পৌঁছতে পারছে না।

বাংলাদেশের উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সপ্তাহ ধরে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। সিলেট নগরীসহ ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।  সুনামগঞ্জের ৮০ থেকে ৯০ শতাংশ এলাকা পানির নিচে। এ দুই জেলায় ৯০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছ। তাদের সঙ্গে রয়েছে ২২ হাজারের বেশি গবাদি পশু।

দুই জেলার জন্য ৮০ লাখ টাকা করে নগদ ও দেড় হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাটবাজার তলিয়ে যাওয়ায় শুকনো খাবার কিনতেও সমস্যা হচ্ছে।

এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরিয়ে দিতে কয়েক জায়গায় রাস্তা কাটা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। প্রয়োজনে আরও রাস্তা কাটা হবে বলে রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এরই মধ্যে ১৮ ঘন্টা পর সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বন্যার পানি নেমেছে। বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যার মধ্যেই বন্যাকবলিত হয়েছে দেশের উত্তরাঞ্চলের আরও ৮ জেলা। ভারতে আসামে প্রবল বৃষ্টি ও উজানের ঢলের কারণে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারি ও রংপুরের নিম্নাঞ্চল।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টির কারণে আগামী দু’একদিনের মধ্যে পদ্মা তীরবর্তী অঞ্চল বন্যা কবলিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র।

হাশিম/শান্তা