ব্রিক্স সভাপতি দেশ হিসেবে বড় ভূমিকা রেখেছে চীন
2022-06-17 17:02:24

জুন ১৭: আজ (শুক্রবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেছেন, চলতি বছর হল ব্রিক্সের চীনা বর্ষ। নানা পক্ষের সমর্থনে সভাপতি দেশ হিসেবে চীন সফলভাবে ৭০টির বেশি সম্মেলন ও অনুষ্ঠান আয়োজন করেছে এবং নানা ক্ষেত্রে ব্রিক্স সহযোগিতাকে এগিয়ে নিয়ে গেছে।

 

রাজনীতি ও নিরাপত্তা, অর্থ-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, টেকসই উন্নয়ন ও গণস্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে চীন অনুষ্ঠান আয়োজন করেছে। ব্রিক্স সহযোগিতা জোরদার করার পাশাপাশি ১৪তম ব্রিক্স শীর্ষসম্মেলনের ভিত্তি তৈরি করেছে।

 

ওয়াং ওয়েন পিন বলেন, ব্রিক্স সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠার ১৬ বছরে  পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ এক শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে এক শতাব্দীতে অদেখা পরিবর্তন ও মহামারির প্রেক্ষাপটে বিশ্ব অস্থিতিশীল ও সংস্কার সময়ে প্রবেশ করেছে।

 

তিনি বলেন, ব্রিক্স সহযোগিতা জোরদার আরও গুরুত্বপূর্ণ  হবে এবং উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশসমূহ ব্রিক্স সহযোগিতায় অংশগ্রহণের তীব্র ইচ্ছা দেখিয়েছে। ব্রিক্স সদস্য দেশের সঙ্গে উদীয়মান বাজার উন্নয়নশীল দেশের সাথে উন্মুক্ত, সহনশীল ও সহযোগিতা, উভয়ের কল্যাণকর ব্রিক্স চেতনাকে বাস্তবতায় পরিণত করবে বলে উল্লেখ করেন চীনা মুখপাত্র। (শিশির/এনাম/রুবি)