শান্তি অর্জনই নারীর জন্য সবচেয়ে বড় সুরক্ষা: জাতিসংঘে চীনা উপপ্রতিনিধি
2022-06-16 15:59:16

জুন ১৬: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা-বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য রেখেছেন। তাতে তিনি বলেছেন, শান্তি অর্জনই নারীর জন্য সবচেয়ে বড় সুরক্ষা।

 

তাই পিং বলেছেন, সশস্ত্র সংঘর্ষে নারীসহ দুর্বল গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি শিকার হয়। সংকট মোকাবিলা ও মানবিক ত্রাণ প্রচেষ্টা চালানো নয়, বরং আন্তর্জাতিক সমাজের উচিত্ রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের দিকে অবিচল থেকে সংঘর্ষের উত্স নির্মূল করা এবং শান্তি বাস্তবায়নে প্রচেষ্টা চালানো।

 

ইউক্রেন সংর্ঘষে নারী ও শিশুর অবস্থা সম্পর্কে তাই পিং বলেন,  ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করে সংশ্লিষ্ট পক্ষের সরাসরি আলোচনা ও শান্তি পুনরুদ্ধারের পরিবেশ সৃষ্টিতে উত্সাহ দেয় বেইজিং। সংশ্লিষ্ট দেশে ইউক্রেনের নারী ও শিশুসহ নিরীহ মানুষের জীবন, সম্পদ ও মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করতে এবং কার্যকরভাবে নারী ও শিশু শরণার্থীদের বিরুদ্ধে মানব পাচার, যৌন শোষণ এবং অপব্যবহার দমন করতে জাতিসংঘ ও ইইউ’র সমন্বিত কার্যক্রমকে সমর্থন করে চীন।

 

তাই পিং আরও বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ছাড়া নারী অধিকারের উন্নয়ন হবে না। গত বছর থেকে এশিয়া থেকে আফ্রিকা হয়ে নানা দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নারী অধিকার লঙ্ঘন, লিঙ্গ সমতা পিছিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সমাজ। পাশাপাশি,  আমাদের দেখা উচিত্ যে, নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বাছাইকে সমর্থন করা হল এ দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা বাস্তবায়নের একমাত্র উপায়।

 

তিনি বলেন, স্থানীয় বাস্তবতা অনুযায়ী, শান্তি প্রক্রিয়ায় নারী ও নারী সংগঠনের অংশগ্রহণকে সমর্থন দিতে হবে এবং শান্তি আলোচনা ও রাজনৈতিক পরিকল্পনায় নারীর প্রতিনিধিত্ব এবং কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে।(শিশির/এনাম/রুবি)